সিম ক্লোন কি?

Published: 2021-06-15 16:25:00

 

সিম যেটি ব্যবহার হচ্ছে সেই সিমটি যদি অন্যকেউ ব্যবহার করে বা এক নাম্বার যদি দেখেন এক সাথে একের অধিক ব্যবহৃত হচ্ছে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার মোবাইলের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারণ ছাড়া কমে যাচ্ছে তবে এটি সিম ক্লোনের শিকার।

কিভাবে শিকার হবেন সিম ক্লোনের? যদি আন-নন কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কলব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকার হতে পারেন। অপরাধীরা বিশেষ একটি সফটওয়্যারের সাহায্যে ক্লোনিং করে থাকে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কলব্যাক করবেন তখন একটি সফটওয়্যারের সাহায্যে আপনার নাম্বারটি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং প্রাইভেসি থাকবে না।

যে সমস্যায় পড়তে হতে পারে সিম ক্লোনিং হয়ে গেলে? সাধারণত জঙ্গি বা অপরাধীরা আপনার নাম্বারটি ব্যবহার করে আপনাকে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। সেই নাম্বারটি দিয়ে কেউ কাউকে চাদাবাজি, মৃত্যুর হুমকি বা জঙ্গি কানেকশন করলে তার দায়ভার আপনার উপর পড়বে। সে ক্ষেত্রে আপনি নানা সমস্যার সমুক্ষীণ হতে হবে। ভারতে প্রায় ১ লক্ষ সিম ক্লোনিং হয়েছিল। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় আছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছেন ওই ক্লোনিং সিমের মাধ্যমে অনেক অপরাধ হচ্ছে বা হয়েছে। বাংলাদেশে সিম ক্লোনিং হয়েছে বলে ৬টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা  সংস্থা জানিয়েছেন যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে। তবে সতর্ক থাকতে হবে। অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে কল করার আগে অবশ্যই ভেবে কল দিবেন। অথবা অপরিচিত মিসড কল দেয়া নাম্বারে কল দেয়া হতে বিরত থাকবেন। অপরিচিত নাম্বারের কল রিসিভ করলে ক্লোনিং হবে না। মিসড কল এলেই সতর্ক হন। যদি দেখেন আপনার ফোনে অকারণে টাকা কাটছে তবে কল সেন্টারে কল দিয়ে বিষয়টি জানান। আপনার ফোন অফ করে অন্য একটি নাম্বার থেকে কল দিন যদি কল যায় তবে আপনি সিম ক্লোনিং এর শিকার।



There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in